গোলাপবাগ মাঠে বিএনপির নেতাকর্মীরা

গোলাপবাগ মাঠে বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) গণসমাবেশের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা এ অবস্থান নেওয়া শুরু করেন।

মাঠে জড়ো হওয়া নেতাকর্মীদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আগত। সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের কেউ কেউ পথে হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন।

এর আগে, শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নয়াপল্টনের পরিবর্তে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি পায় বিএনপি। 

ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে বেশ কিছুদিন ধরে সরকার ও বিএনপির মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলেও সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বা যে কোনও মাঠে করার কথা বলা হয়। বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় অবস্থানে থাকে। এ নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই বুধবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু এবং অনেকেই আহত হন। যার মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।

এদিকে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাসহ অন্তত চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষের পর থেকে নয়াপল্টন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরে বৃহস্পতিবার বিকেলে সমাবেশের স্থান নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের ফের বৈঠকে হয়। বৈঠকে বিএনপি কমলাপুর স্টেডিয়াম এবং ডিএমপির পক্ষ থেকে বাঙলা কলেজ মাঠের প্রস্তাব করা হয়। রাতেই বিএনপির পক্ষ থেকে এই দুই স্থানের যে কোনও একটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার কথা ছিলো। এর মধ্যে বিএনপি কমলাপুর স্টেডিয়ামের কথা বললেও ডিবির পক্ষ থেকে বাঙলা কলেজ মাঠের কথা বলা হয়। পরে দুইপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করছে বিএনপি।