কুড়িগ্রামে টিসিবির পণ্য নিয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন।

কুড়িগ্রামে টিসিবির পণ্য নিয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন।
ডন সংবাদদাতা, শাহীন আহমেদ, কুড়িগ্রাম : পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলাতেও ভর্তুক্তিমূল্যে টিসিবির পণ্য বিতরণ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ওই সংবাদ সম্মেলন হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ জাফর আলী, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক জানান, কুড়িগ্রাম জেলায় ৪২ জন ডিলারের মাধ্যমে ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ২ লাখ ৭৭ হাজার ৮৮০ জন উপকারভোগীর কাছে দুই পর্যায়ে স্বল্পমূল্যে প্রতিজনকে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ২ কেজি ছোলা বিতরণ করা হবে। ‘প্রথম পর্যায়ে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিতরণে ৪৬০ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ছোলা বিতরণে ১শ টাকাসহ মোট ৫৬০ টাকা গুণতে হবে ফ্যামিলি কার্ডধারীদের।’ ‘আগামিকাল রবিবার (২০মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভাসহ ২২টি পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এসব পণ্যের বিতরণ কার্যক্রম শুরু হবে।’ ‘যাঁরা পণ্য ক্রয়ে অনুপস্থিত থাকবেন এবং আগ্রহী না হবেন; তখন উপস্থিতদের অগ্রাধিকার দিয়ে প্যাকেজগুলো বিক্রয় করা হবে।’ ‘বিতরণ কার্যক্রম পরবর্তী ১০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। করোনাকালীন আর্থিক প্রণোদনাপ্রাপ্ত ব্যক্তি, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আসা ৫৫ হাজার ব্যক্তি এবং ভিজিএফপ্রাপ্ত ৪ লাখ ২৮ হাজার ব্যক্তিকে বিবেচনায় এনেই এই তালিকা প্রণয়ন করা হয়েছে বলেও জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।