কালামপুরে অগ্নিকাণ্ড : ফায়ার সার্ভিসের ১৫ কর্মী আহত

কালামপুরে অগ্নিকাণ্ড : ফায়ার সার্ভিসের ১৫ কর্মী আহত

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; ধামরাই : ঢাকার ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন কর্মী। সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

শনিবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে একটি কীটনাশক তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার সোহেল রানা বাঙলার কাগজ ও ডনকে জানান, শনিবার কালামপুর বিসিক শিল্পনগরীর বাংলাদেশ এগ্রিকালচারাল নামে একটি  কারখানায় আগুন লাগে। এরপর আগুন ওই কারখানার গোডাউনে দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ৯ ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে অংশ নেয়। এ সময় ফায়ার সার্ভিসের অন্তত ১৫ জন আহত হন।

সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজ আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে এবং অন্যান্য শিল্প কারখানা রক্ষায় তাঁরা জীবনের বাজি রেখে কাজ করেন। পরে সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।