চান্দিনার কেরণখাল ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ

চান্দিনার কেরণখাল ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ৫ নম্বর কেরণখাল ইউনিয়নে স্বল্পমূল্যে টিসিবি’র (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে টিসিবি’র পণ্য বিতরণ করতে দেখা গেছে। স্বল্পমূল্যে ভোগ্যপণ্য বিতরণ কার্যক্রম সকাল থেকেই তদারকি করেছেন ৫ নম্বর কেরণখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভূঞা। এ সময় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।

টিসিবির পণ্য বিতরণ সম্পর্কে ৫ নম্বর কেরণখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভূঞা বাঙলার কাগজকে জানান, বৃহস্পতিবারও টিসিবির পণ্য বিতরণ করা হবে। 

এ সময় স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে সংশ্লিষ্টদের উচ্ছ্বসিত হতে দেখা গেছে।

নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে ভোগ্যপণ্য বিক্রি বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের একটি উদ্যোগ।