কিছু জ্ঞানী বেশি বুঝে কথা বলছেন : প্রধানমন্ত্রী।

কিছু জ্ঞানী বেশি বুঝে কথা বলছেন : প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : কয়েকটি গণমাধ্যমে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী সেসব গণমাধ্যমকে ইঙ্গিত করে বলেছেন, কিছু জ্ঞানী বেশি বুঝে কথা বলছেন।

‘তাঁরা তো বেশি বুঝেন, তাই তাঁরা এসব কথা বলছেন।’

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ বুধবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ৩ মাসের খাদ্য আমদানি করার জন্যই রিজার্ভ রাখা হয়। অথচ আমাদের এখনও যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে ৬ মাস, ৯ মাসের খাদ্য আমদানি করা যাবে।

তিনি বলেন, বিএনপির আমলে ৪ বিলিয়ন ডলারের মতো রিজার্ভ রেখে গিয়েছিলো। কিন্তু এখন আমাদের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার।

প্রধানমন্ত্রী বলেন, অনেকে না বুঝেই কথা বলেন। আমাদের জ্বালানির কোনও সঙ্কট নেই। কারণ পেট্রোল এবং অকটেন গ্যাস থেকেই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা নিজেরাই উৎপাদন করি।

‘হ্যাঁ, আমাদের ডিজেল আমদানি করতে হয়, তবে আমাদের প্রচুর পরিমাণে ডিজেল এখন মজুদ আছে এবং বন্দরেও অনেকগুলো জাহাজ ভিড়েছে।’

‘কিন্তু দুঃখ হলো, অনেকেই এসব তথ্য না জেনে বিভিন্ন ধরনের নেতিবাচক কথা বলে থাকেন। যা কোনোভাবেই কাম্য হতে পারে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ যে পরিমাণ অকটেন ও পেট্রোল উৎপাদন করতে পারে, তা আমাদের চাহিদার থেকেও অনেক বেশি। সুতরাং এসব বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণই নেই।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘স্বেচ্ছাসেবার ১ বছর’ শীর্ষক একটি গ্রন্থেরও মোড়ক উন্মোচন করেন।