কিউইদের আড়াইশ ছোঁয়া লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

কিউইদের আড়াইশ ছোঁয়া লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : চেন্নাইয়ের উইকেট নাকি স্পিন সহায়ক। অথচ বাংলাদেশ ধসে গেছে নিউজিল্যান্ডের পেস বোলিংয়ে। বোল্ট-ফার্গুসনদের ৭ উইকেট দিয়েছে তাঁরা। যার শুরু হয় ইনিংসের প্রথম বলেই লিটন দাসের উইকেটের পতন দিয়ে। তরুণ তানজিদ তামিম-নাজমুল শান্ত ও তাওহীহ হৃদয় ওই পথেই হাঁটা দেন। পরে তিন সিনিয়র সাকিব-মুশফিক ও মাহমুদউল্লাহর ব্যাটে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলেছে বাংলাদেশ।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ট্রেন্ট বোল্টের করা প্রথম বলেই তুলে ফ্লিক করে শূন্য রানে ফিরে যান লিটন দাস। এরপর তিনে নামা মেহেদী মিরাজ ও তানজিদ তামিম ৪০ রানের জুটি দিয়ে দলকে আশা দেখাচ্ছিলেন। কিন্তু তানজিদ ১৬ রান করে ফিরতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একে একে সাজঘরে ফিরে যান মেহেদী মিরাজ (৩০) ও নাজমুল শান্ত।

বাংলাদেশ ৫৬ রানে হারায় ৪ উইকেট। সেখান থেকে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দলকে ৯৬ রানের জুটি দিয়ে লড়াইয়ে ফেরান। কিন্তু তাঁরাও পরপর আউট হন। সাকিব ৫১ বলে তিন চার ও দুই ছক্কায় ৪০ রানের ইনিংস খেলে ক্যাচ দেন। মুশফিকের ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ বলে ৬৬ রানের ইনিংস। তিনি ছয়টি চার  ও দুটি ছক্কার শট খেলেন।

তাঁরা ফেরার পর দলের হাল ধরতে নামেন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্যে হৃদয় ১৩ রান করে সাজঘরে ফিরে যান। তবে শেষ পর্যন্ত লড়াই করেন রিয়াদ। তিনি ৪৯ বলে দুটি করে চার ও ছক্কায় ৪১ রানের ইনিংস খেলেন। তাঁর সঙ্গে দুই ছক্কায় ১৭ রান করে দলকে লড়াই করার পুঁজি এনে দেন তাসকিন।