এবিবি ও বাফেদার সভায় সিদ্ধান্ত : প্রবাসী আয়ে ডলারের দাম কমলো ৫০ পয়সা

এবিবি ও বাফেদার সভায় সিদ্ধান্ত : প্রবাসী আয়ে ডলারের দাম কমলো ৫০ পয়সা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : প্রবাসী আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের সর্বোচ্চ দাম ঠিক করা হয়েছে ১০৭ টাকা ৫০ পয়সা। আগে প্রবাসী আয়ে প্রতি ডলারের জন্য ১০৮ টাকা দেওয়া হতো। প্রবাসী আয়ে ডলারের নতুন এ দাম কার্যকর হবে ১ অক্টোবর থেকে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা হয়।

এবিবির পক্ষে সংগঠনটির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন, বাফেদার পক্ষে সংগঠনটির চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আফজাল করিমসহ দুই সংগঠনের কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম কমানো হলেও রপ্তানি আয় নগদায়নে আগের মতোই প্রতি ডলারের দাম ৯৯ টাকা থাকবে। আমদানি দায় পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের দাম হবে প্রবাসী ও রপ্তানি আয় থেকে কেনা ডলারের গড় দামের চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি। সভা শেষে বাফেদার চেয়ারম্যান আফজাল করিম সাংবাদিকদের বলেন, ‘ডলারের বাজার স্বাভাবিক রাখতে সময়ে সময়ে দাম পর্যালোচনা করার কথা ছিলো। এর ধারাবাহিকতায় আমরা বসে নতুন দাম ঠিক করেছি। নতুন এ দাম ১ অক্টোবর থেকে কার্যকর হবে।’

৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেয়।