ইসলামের নাম ব্যবহার করে জঙ্গিবাদ হচ্ছে : শিক্ষামন্ত্রী

ইসলামের নাম ব্যবহার করে জঙ্গিবাদ হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; চট্টগ্রাম : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইসলামে সহনশীল হতে বলা হয়েছে। কিন্তু ইসলামের নাম ব্যবহার করে জঙ্গিবাদ প্রতিষ্ঠা ও মানুষকে হত্যা করা হচ্ছে। পবিত্র কোরআনে সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করলো, সে যেনো তামাম মানুষকেই হত্যা করলো। আর যে মানুষের প্রাণ বাঁচালো, সে যেনো তামাম মানুষকে বাঁচালো।’

শনিবার (২৬ আগস্ট) হাটহাজারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা সমাবেশে তিনি এ কথা বলেন। 

ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মন্ত্রী প্রশ্ন রাখেন, যারা বোমা-গ্রেনেড হামলা করে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করতে চায়, যারা একটি দেশের জন্মকে প্রতিহত করতে ব্যর্থ হয়ে জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে, তারা কি ইসলামের পক্ষে কাজ করেছে? 

দীপু মনি বলেন, সূরা নিছার ৮৫ নম্বর আয়াত মাথায় রেখে ভোট দিতে হবে। তাতে বলা হয়েছে, ‘যে ভালো সুপারিশ করবে, তা থেকে তাঁর জন্য একটি অংশ থাকবে এবং যে মন্দ সুপারিশ করবে তার জন্যও তা থেকে একটি অংশ থাকবে। আর আল্লাহ প্রতিটি বিষয়ের সংরক্ষণকারী।’ এগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। যারা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর ধর্মের নামে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতন করে, তারা কারা– সবাই জানে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে গেস্ট অব অনার ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বক্তব্য দেন স্থানীয় এমপি আনিসুল ইসলাম মাহমুদ, শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব কামাল হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুর রশিদ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ প্রমুখ।