ইসির প্রবেশপথে সাংবাদিক হয়রানি : ২ সদস্যের তদন্ত কমিটি

ইসির প্রবেশপথে সাংবাদিক হয়রানি : ২ সদস্যের তদন্ত কমিটি
ডন প্রতিবেদন : নির্বাচন কমিশনে প্রবেশপথে সাংবাদিক হয়রানির ঘটনা তদন্তে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদেরসঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ সব হয়রানিমূলক ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে গণমাধ্যমকর্মিদের ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়ারমধ্যে এ উদ্যোগ এলো। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রবিবার (২৯ আগস্ট) কয়েকজন সাংবাদিক হয়রানির শিকার হন। মঙ্গলবার (৩১ আগস্ট) গনমাধ্যমকর্মিরা নির্বাচন ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। বুধবার (পহেলা সেপ্টেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘এ ঘটনা তদন্তে যুগ্মসচিব কামাল উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেবে কমিটি।’ এর আগে বিকেলে নির্বাচন কমিশনে সংবাদ সংগ্রহে কর্মরত গণমাধ্যমকর্মিদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর কার্যনির্বাহি কমিটির সঙ্গে ইসি সচিবের বৈঠক হয়। বৈঠকে পেশাগত কাজে সাংবাদিকদের সহায়তা প্রদান ও তথ্য প্রবাহ নিশ্চিত করা, নিরাপত্তা সদস্যদের অসদাচারণের ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।