ইংল্যান্ড-অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিফাইনালে

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিফাইনালে

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : স্পেন ও সুইডেনের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছিলো শুক্রবারই (১১ আগস্ট)। আজ শনিবার (১২ আগস্ট) অপর দুই দল হিসেবে নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। এই নিয়ে টানা তৃতীয়বার শেষ চারে খেলতে পারলো সর্বশেষ ইউরোর চ্যাম্পিয়নেরা।

সিডনির অলিম্পিক স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম এগিয়ে গিয়েছিলো কলম্বিয়াই। ৪৪ মিনিটে এগিয়ে যায় দলটি। তবে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা দলটির বিপক্ষে গোল শোধ করতে বেশি সময় নেয় নি ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল দিয়ে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে কলম্বিয়ার জালে আরও এক গোল ঠুকে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

এর আগে, দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ইউরোপের বাইরের একমাত্র দল হিসেবে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে অস্ট্রেলিয়া। আগামী ১৫ আগস্ট প্রথম সেমিফাইনালে বেলা ২টায় মুখোমুখি হবে স্পেন ও সুইডেন। আর ১৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে বিকেল ৪টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।