ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা।

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা।
ডন প্রতিবেদন : স্বপ্নের মতো ব্যাপার। দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। জিতেছে প্রথম দুটি ম্যাচ। যদিও শেষ ম্যাচটাতে হেরে গিয়েছে থাইল্যান্ডের কাছে। তবে নিগার সুলতানাদের স্বপ্নপূরণে বাধা হতে পারে নি সেটি। সবমিলে গ্রুপের শীর্ষে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে চলে গেছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে জায়গা পেয়েছে মূল পর্বে। সঙ্গেএবার যোগ দিলো-বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ২০২২ সালে মার্চে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হবে টাইগ্রেসদের। প্রথমবারের মতো নামবে বিশ্বকাপে! এবার বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে জয় পায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর থাইল্যান্ডের কাছে হারলেও গ্রুপ-এ তে শীর্ষেই ছিলেন তাঁরা।