‘ইউসেপলন্ড্রি’ এখন পৃথিবীর অনেক দেশে রপ্তানি হচ্ছে।

‘ইউসেপলন্ড্রি’ এখন পৃথিবীর অনেক দেশে রপ্তানি হচ্ছে।
ডন প্রতিবেদক, হেলাল উদ্দিন সরকার, ধুনট (বগুড়া) : বাংলাদেশের চরাঞ্চলের কাইশা (কাশবনের) দিয়ে তৈরি ‘ইউসেপলন্ড্রি’ (কাপড় রাখার পাত্র) এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। পরিবেশবান্ধব এই পণ্যটি পৃথিবীর অনেক দেশেই সমাদৃত। এমনটাই জানিয়েছেন সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার বেড়ী পটোল গ্রামের জিয়াউর রহমান (৪০)। তিনি বাঙলা কাগজ ও ডনকে জানান, যমুনার চরাঞ্চলে প্রচুর পরিমাণে কাশবনের সমারোহ রয়েছে। বিশেষ করে গ্রামের বেকার মহিলারা এই কাশবন থেকে কাশপাতা সংগ্রহ করে এনে ঘরে বসে এই পণ্য তৈরি করেন। এতে বেকারত্ব দূর করাসহ আর্থিক স্বচ্ছলতা আসছে। জিয়াউর রহমান আরও বলেন, ‘এগুলো তিনি মহিলাদের নিকট থেকে সংগ্রহ করে ঢাকা হ্যান্ডি ক্র্যাফ্টসে সরবরাহ করেন। ওখান থেকে বড় বড় বায়ার এসে এই ইউসেপলন্ড্রি নিয়ে যান এবং আমেরিকা ও ইউরোপসহ বিভিন্ন দেশে রপ্তানি করেন।’ তিনি জানান, প্রতিটি ইউসেপলন্ড্রি তৈরি করতে প্রায় দেড় শ টাকার মতন খরচ হয়। আর তাঁর নিকট থেকে পাইকারি ক্রেতা ক্রয় করেন দুই শ টাকায়। যদি সরকারিভাবে বা কোনও উদ্যোক্তার সহযোগিতা পেতেন। যেখানে তাঁর পণ্যগুলো বাড়ি থেকে এসে নিয়ে যাবে, তখন তাঁর জন্য বেশ ভালো হতো বলেই জানান তিনি।