ইউক্রেন ন্যাটোতে যোগ দিলেই তৃতীয় বিশ্বযুদ্ধ : রাশিয়া

ইউক্রেন ন্যাটোতে যোগ দিলেই তৃতীয় বিশ্বযুদ্ধ : রাশিয়া

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা। খবর : রয়টার্সের।

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ-সচিব আলেক্সান্দার ভেনেদিকতভ বলেন, ‘কিয়েভ খুব ভালো করে জানে, এ ধরনের কোনও পদক্ষেপের অর্থ নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া।’

গত ৩০ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেইনের জাপোরিজিয়া, খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দেন। যা ইউক্রেইনের মোট ভূখণ্ডের ১৮ শতাংশেরও বেশি।

পুতিনের ওই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশের ন্যাটোর সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া দ্রুত করার ঘোষণা দেন।

এরপর রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পেতরুশেভ পুতিনের শক্তিশালী মিত্রদের একজন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনের আবেদনকে যুদ্ধের উসকানি মনে করেন।

ইতোমধ্যে ২১ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুুতিন বলেছেন, রাশিয়াকে রক্ষা করতে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারেও পিছ পা হবেন না তিনি।

উল্লেখ করা যেতে পারে, বিশ্বের ৯০ শতাংশ পরমাণু অস্ত্র রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে।