আড়ালেই আমি : আব্দুল্লাহ আল ফারুক মুরাদ

আড়ালেই আমি : আব্দুল্লাহ আল ফারুক মুরাদ

তোমাকে বোঝার চেষ্টা করছি,
কারণ তোমাকেই নিয়ে একটা বই লিখছি।

‘আড়ালেই আমি’
চট করে চেনা যায় না, চিনতে হলে তাঁর সাথে কথা বলে নয় তাঁকে নিয়ে হৃদয়ে জড়াতে হয় পুরোটাই।

এক নিমিষেই তুমি চোখ বন্ধ করে খুঁজে পাবে তাঁর আপাদমস্তক।

মানুষ চেনা বলে বড়ো দায় এসব সবই মিথ্যে, বুঝতে চাইলেই বোঝা যায়। 

আমার তো মনে হয় মানুষ চেনা সবচেয়ে সহজ কাজ।

ঠিক তাই, এখন আমি কেনো যেনো সব বুঝে যাই অল্পতেই।

তোমায় নিয়ে আর ব্যবচ্ছেদ করে চিনতে হয় না আমার।

শুধু তুমি কেনো সবাইকে আমি তাঁর চোখে-মুখে ভেতরটা দেখতে পাই।

কিন্তু বলি না, কারণ সব বলে দিতে নেই, তাতে সে হয়তো লুকিয়ে থাকতে চাইবে।

আর আমিও চাই না তুমি আমায় এড়িয়ে চলো।

তোমার পেছনের ও সামনের দরজাগুলো আমার বেশ চেনা।

আর কিছুই নতুন করে বোঝাপড়ার মাঝে নয়।

শুধু কি আমিই তোমাকে চিনি?

না, তুমিও আমার আপাদমস্তক চেনো ঠিক আমি যতোটুকো তোমায় চিনেছি।

এসব চেনা ও অচেনার ঝুড়ি নিয়ে কথামালায় আর গাঁথতে চাই না।

জীবন এমনি সব জেনেশুনেই পথ চলতে হয়, নয়তো জিতে বা ঠকে যাওয়া বলে কিছু থাকে না।

আসলে সব কিছুই বুঝতে নেই তাতে চতুরতা আরও জেঁকে বসে।

তার চেয়ে নিজেকে খানিকটা আড়ালেই রাখতে হয় অনেকটা চেনা-অচেনার মাঝে।