আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট হৃদয় : তুললেন প্রশ্ন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট হৃদয় : তুললেন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ৪ রানে হেরেছে বাংলাদেশ। প্রোটিয়াদের ১১৩ রানে আটকে রাখে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১০৯ রানে আটকে যায় বাংলাদেশ। 

এই হারের পেছনে আম্পায়ারের দায় দেখছেন তাওহীদ হৃদয়। ব্যাট হাতে দুই চার ও ছক্কায় ৩৪ বলে ৩৭ রানের ইনিংস খেলা হৃদয়ের মতে, আরও ভালো আম্পায়ারিংয়ের সুযোগ ছিলো। মাহমুদউল্লাহ রিয়াদের লেগ বিফোর চার হলে, দুই-তিনটা বল ওয়াইড হতে পারত, তা দিলে; এমনকি তাঁর লেগ বিফোর আউটটা না দিলে তাঁরা জিততে পারতেন।

ম্যাচ শেষে সাংবাদিকদের হৃদয় বলেন, ‘সত্যি বলতে, ওমন কঠিন সময়ে ওটা (রিয়াদকে লেগ বিফোর দেওয়া) ভালো সিদ্ধান্ত বলতে পারছি না। এটা হয়তো আম্পায়ারের সিদ্ধান্ত, কিন্তু এটা আমাদের জন্য খুব কঠিন ধাক্কা হয়ে এসেছে। ওই চার রানটা হলে ম্যাচের চিত্র বদলে যেতে পারতো।’

হৃদয় আইন বোঝেন না। তিনি শুধু বোঝেন দলের জন্য ওই চার রান গুরুত্বপূর্ণ ছিলো, ‘আইন আমার হাতে নেই। আমি শুধু বুঝি, ওই চার রান আমাদের জন্য খুব দরকার ছিলো। আম্পায়াররাও মানুষ, তাঁরাও ভুল করেন। তারা দুই-তিনটা ওয়াইড দেন নি, যেটা ওয়াইড হতে পারতো। ওমন লো স্কোরের ম্যাচে ওই এক-দুইটা রান পার্থক্য গড়ে দেয়। আমিও আম্পায়ার্স কলে আউট হয়েছি। আমি মনে করি, আম্পায়ারিংয়ে উন্নতির জায়গা ছিলো।'

হৃদয় হারের দায় নিজের কাঁধে নিয়েছেন। তাঁর মতে, ম্যাচটা তাঁদের জেতা উচিত ছিলো। জেতার মতো অবস্থানেও ছিলেন তাঁরা। শুধু তিনি শেষ টেনে আসতে পারলেই হতো, ‘আমরা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম। আমার ম্যাচটা শেষ করে আসা উচিত ছিলো। নতুন ব্যাটারের জন্য কন্ডিশন বুঝে খেলা কঠিন ছিলো। ওই অবস্থান থেকে ম্যাচটা আমার শেষ করে আসতে হতো।’