আফগানিস্তানকে ১০১ রানে হারিয়েছে ভারত।

আফগানিস্তানকে ১০১ রানে হারিয়েছে ভারত।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : এ চমকটি আরেকটু আগে দেখানোর প্রয়োজন ছিলো। আজকে যে চমক দেখা গেলো, এর অর্ধেক বা তার চেয়েও কমও যদি এর আগের দুটি ম্যাচের একটিতে দেখানো যেতো, তাহলে আজকে ফাইনালে থাকতো ভারত। হয়তো সেই ফাইনাল হতে পারতো ভারত-শ্রীলঙ্কা কিংবা ভারত-পাকিস্তানের মধ্যে। কিন্তু ভারত ভালোভাবেই জিতলো, তবে তা শেষ ম্যাচে। তবে এমন জয় ভারতকে কিছুটা হলেও সুখ দেবে, বৈকি! কারণ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ টি-২০ এর ম্যাচে আফগানিস্তানকে যে ১০১ রানে হারিয়েছে ভারত। এ ম্যাচে বিরাট কোহলির রানই নিতে পারে নি আফগানিস্তান। বিরাট ৬১ বলে করেছেন ১২২ রান। সবমিলে ভারত মাত্র ২ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে করেছিলো ২১২ রান। আর আফগানিস্তান ২০ ওভার শেষে করেছে মাত্র ১১১ রান। তাও আবার ৮ উইকেট হারিয়ে।

ভারতের পক্ষে কোহলি ছাড়া কে এল রাহুল করেছেন ৪১ বলে ৬২ রান এবং ভুবনেশ্বর কুমার ৪ ওভার করে নিয়েছেন ৫ উইকেট। দিয়েছেন মাত্র ৪ রান এবং নিয়েছেন ১টি ম্যাডেন ওভার।