আন্তঃব্যাংক লেনদেনে এখন থেকে প্রতি ডলার ৮৯ টাকা।

আন্তঃব্যাংক লেনদেনে এখন থেকে প্রতি ডলার ৮৯ টাকা।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম কোনও কোনও ক্ষেত্রে ১ শ টাকা হয়ে যাওয়ার প্রেক্ষিতে তা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো তাঁদের মধ্যে লেনদেনে প্রতি ডলার সর্বোচ্চ ৮৯ টাকায় ক্রয় ও বিক্রয় করতে পারবে।

রোববার (২৯ মে) বিষয়টি বাঙলা কাগজ ও ডনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘সোমবার থেকে আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকার হারটি কার্যকর হবে।’

এ ছাড়া আমদানি ও রপ্তানি বিল সমন্বয়ে বিসি দর করা হয়েছে ৮৯ টাকা ১৫ পয়সা।

গত বৃহস্পতিবার (২৬ মে) কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত মেনে এখন থেকে ব্যাংকগুলো এই দরে ডলার কেনাবেচা করবে।

চাহিদা সঙ্কটে ঊর্ধ্বমুখী ডলারের দামের অস্থিরতা কমাতে বেশ কিছুদিন থেকেই টাকার মান অবমূল্যায়ন করা হচ্ছে। এর আগে চলতি মাসে ৩ বার ডলারের দাম বাড়ানোর বিপরীতে টাকার দাম কমানো হয়।

মে মাসে প্রথম দফায় ডলারের দর বাড়ানো হয় গত ৯ মে। সেদিন ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। এর আগে এ বিনিময় হার ছিলো ৮৬ টাকা ৪৫ পয়সা। তারপর গত ২৩ মে তৃতীয়বারের মতো টাকার বিপরীতে ডলারের দর ৪০ পয়সা বাড়িয়ে আন্তঃব্যাংক লেনদেনে নির্ধারণ করা হয় ৮৭ টাকা ৯০ পয়সা। যা রোববার (২৯ মে) পর্যন্ত কার্যকর ছিল। তবে ব্যাংকগুলোই এ দর মানছে না বলেই খবর আসছিলো।