আজ মুজিব শতবর্ষের কনসার্টে মিরপুর মাতাবেন এ আর রাহমান।

আজ মুজিব শতবর্ষের কনসার্টে মিরপুর মাতাবেন এ আর রাহমান।
ডন প্রতিবেদন : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’ শিরোনামে আয়োজন করা হয়েছে এক বিশাল কনসার্টের। আর এতে অংশ নেবেন বিশ্বনন্দিত অস্কারজয়ী কণ্ঠশিল্পী, ভারতীয় সংগীত পরিচালক ও প্রযোজক এ আর রাহমান। মহড়ার অংশ হিসেবে গতকাল সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় হিন্দি আর বাংলা গানের সুরে শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বিমোহিত করে রাখেন রাহমান। এ সময় এ আর রাহমানের সতীর্থ ছাড়াও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী অংশ নেন। দেখা গেলো, নতুন রূপে সেজেছে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাইরে সবুজ আলোর মরিচ বাতিতে যেনো মনে হবে কোনও বিয়ে বাড়ি। আর ভেতরে তৈরি করা হয়েছে অস্থায়ী কিছু স্থাপনা। সবমিলে পুরো স্টেডিয়ামজুড়েই রয়েছে লাইটিং। স্পষ্টতই অস্কারজয়ীর কনসার্ট এমনই হওয়ার কথা। জানা গেছে, আজ মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই কনসার্টে প্রায় ৩ ঘণ্টায় ৩৫টি গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখবেন এ আর রাহমান। এর আগে ২০১৪ সালেও এ আর রাহমান বিসিবির আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন। তবে তখন এতো লম্বা সময়ের জন্যে পারফর্ম করেন নি তিনি। বিসিবি জানিয়েছে, পুরো অনুষ্ঠানটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন রুমানা মালিক মুনমুন। বিকেল ৫টা থেকে শুরু হয়ে একটানা সাড়ে ৬টা পর্যন্ত চলবে কনসার্টের প্রথম ভাগ। এরপর কিছুক্ষণ বিরতির পর সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় ২ শ সহশিল্পী নিয়ে দর্শকদের মাতিয়ে রাখবেন এ আর রাহমান। এ ছাড়া দেশি শিল্পী মমতাজসহ কয়েকজন বাংলাদেশি শিল্পীর পরিবেশনাও থাকবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এ ছাড়া এতে মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিবর্গরাও যোগ দেবেন। এদিকে কনসার্ট উপলক্ষে মিরপুর এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক্ষেত্রে অনুষ্ঠান চলাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর পাশাপাশি যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং ও ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যেখানে বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রিত থাকবে। বিসিবি জানিয়েছে, দর্শকেরাও টিকিট কেটে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। সবমিলিয়ে ১৪ থেকে ১৫ হাজার দর্শক নিয়ে আয়োজিত হবে এই কনসার্ট। তিনটি ক্যাটাগরিতে টিকিট কিনতে পারবেন দর্শকেরা। এক্ষেত্রে প্রিমিয়াম গোল্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। আর গোল্ড ও ব্রোঞ্জ যথাক্রমে ৫ হাজার ও ১ হাজার টাকা করে।