আজ চৈত্র সংক্রান্তি, কাল নববর্ষ

আজ চৈত্র সংক্রান্তি, কাল নববর্ষ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শেষ হচ্ছে ১৪২৯ বঙ্গাব্দ। চৈত্র মাসের শেষদিন আজ। এই দিনটিই চৈত্র সংক্রান্তি। বাঙলা বর্ষ এবং বসন্ত ঋতুর শেষদিন। আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ- বাঙলা নববর্ষ ১৪৩০। আজকের দিনটিকে বাঙালিরা উদ্‌যাপন করবে নানান আয়োজনে।

গেলোবার বুধবার ছিলো চৈত্র সংক্রান্তি। আর পহেলা বৈশাখ এসেছিলো বৃহস্পতিবারে। এবার পিছিয়েছে একদিন। 

বাঙালিরা চিরায়ত কাল ধরে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উদ্‌যাপন করে আসছে। মূলত চৈত্রের শেষদিনে আমাদের চাওয়া একটাই থাকে, পুরোনো বছরের সকল গ্লানি দূর হয়ে নতুন বছর নতুনভাবে ভরে উঠুক পূর্ণতায়। একইসঙ্গে সদ্য শেষ হওয়া বছরের অর্জনকে সঙ্গে নিয়ে যেনো আমরা নতুন বছরও রাঙাতে পারি, এই কামনাও থাকে আমাদের।

এসেছে নতুন বছরের নতুন ওই ক্ষণ
এসেছে দুয়ারপানে দেখো ওই
এসেছে গোলাপ আর বেলী রাঙিয়ে
তরুণীর চোখে যেনো প্রেম থৈ থৈ (কালাম আঝাদ’র কবিতা)