অরুণাচল প্রদেশে চীনের নামকরণ প্রত্যাখ্যান করেছে ভারত

অরুণাচল প্রদেশে চীনের নামকরণ প্রত্যাখ্যান করেছে ভারত

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ভারতের উত্তর-পূর্ব হিমালয় রাজ্য অরুণাচল প্রদেশের ৩০টি স্থানের নতুন নামকরণ করেছে চীন। গত বছরও চীন একইভাবে রাজ্যটির ১১টি স্থানের নাম বদলে দেয়।

ভারত বলছে, এমন পদক্ষেপ নেওয়া বোকামি। এই প্রদেশটি ভারতের অবিচ্ছেদ্য অংশ। খবর রয়টার্স’র।

চীন মনে করে, অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ, যাকে তারা ঝাংনান নামে ডাকে। দেশটির এমন দাবি প্রত্যাখান করেছে ভারত।

যুক্তরাষ্ট্র এ বিষয়ে তাঁদের মতামত জানিয়ে বলেছে, অরুণাচল প্রদেশকে ভারতের অঞ্চল মনে করে তাঁরা। তবে চীন বলেছে, এ বিষয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও সম্পর্ক নেই।