অভিযানের মুখে রেস্টুরেন্ট বন্ধ করে পালিয়েছেন ‘কাচ্চি ভাই’ ও ‘সিরাজ চুইগোস্ত’ কর্তৃপক্ষ

অভিযানের মুখে রেস্টুরেন্ট বন্ধ করে পালিয়েছেন ‘কাচ্চি ভাই’ ও ‘সিরাজ চুইগোস্ত’ কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সিটি করপোরেশনের অভিযানের খবর পেয়ে রেস্টুরেন্ট বন্ধ করে পালিয়েছেন রাজধানীর খিলগাঁও এলাকার অনেক মালিক। এ সময় ‘উন্নয়ন কাজের জন্য প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ’ এমন ব্যানার ঝুলতে দেখা যায় এসব রেস্টুরেন্টে।

পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৫ মার্চ) খিলগাঁও এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

জানা গেছে, সিটি করপোরেশনের অভিযান দল কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান চালাতে আসে। কিন্তু সেখানে আগে থেকেই একটি ব্যানার ঝুলিয়ে রেস্টুরেন্ট বন্ধ রেখেছে কাচ্চি ভাই কর্তৃপক্ষ। একই ভবনে ‘সিরাজ চুইগোস্ত’ নামে একটি রেস্টুরেন্টেও একই ব্যানার টানানো দেখা যায়। যেখানে লেখা- ‘রেস্টুরেন্টের উন্নয়ন কাজের জন্য প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ’।

এর আগে ওই এলাকার বহুতল একটি ভবনে অভিযান চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির ম্যাজিস্ট্রেট। সাত তলা এ ভবনের প্রতিটি তলায়ই রেস্টুরেন্ট ছিলো। পরে ঝুঁকিপূর্ণ বিবেচনায় পুরো ভবন সিলগালা করে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে খিলগাঁও এলাকার অভিযানে এসেছিলাম। খবর পেয়ে সকাল থেকে রেস্টুরেন্ট বন্ধ রেখেছে। তাঁরা রেস্টুরেন্টগুলোর সামনে টাঙিয়ে দিয়েছে, উন্নয়ন কাজের জন্য রেস্টুরেন্ট আপাতত বন্ধ আছে। রেস্টুরেন্টগুলো বন্ধ থাকায় আমরা খিলগাঁও এলাকায় আজ আর অভিযান পরিচালনা করতে পারছি না।