অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

তিনি বলেন, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে। আজ বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাপ্রধান জানান, শপথগ্রহণ অনুষ্ঠান বেশ 'টাইট' হবে। চারশ'র মতো অতিথি অংশ নেবেন।