‘৫০০-১০০০ ও পুরোনো নোটের কারণে টিকিট বিক্রির মেশিনে ত্রুটি’

‘৫০০-১০০০ ও পুরোনো নোটের কারণে টিকিট বিক্রির মেশিনে ত্রুটি’

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : পাঁচশ, এক হাজার এবং পুরোনো নোটের জন্য মেট্রোরেলের স্টেশনে টিকিট বিক্রির মেশিনে ত্রুটি দেখা দিচ্ছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ কারণে সোমবার (২ জানুয়ারি) আগারগাঁও স্টেশনে টিকিট বিক্রির মেশিনে ত্রুটি দেখা দেয়। তবে এই ত্রুটি সাময়িক বলে জানিয়েছেন আগারগাঁও স্টেশন ম্যানেজার মাহফুজুর রহমান।

আগারগাঁও স্টেশনে টিকিট বিক্রির জন্য ৬টি মেশিন রয়েছে। 

যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে এই ছয় মেশিন থেকে টিকিট কিনতে পারছেন। এর পাশাপাশি টিকিট বিক্রির তিনটি সাধারণ কাউন্টারও রয়েছে এই স্টেশনে।