২ বছর পর ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন। কবে ছাড়বে মৈত্রী এক্সপ্রেস?

২ বছর পর ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন। কবে ছাড়বে মৈত্রী এক্সপ্রেস?

এই সময় : বাংলাদেশিদের জন্য সুখবর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ মে থেকেই ফের শুরু হতে চলেছে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল। কোভিডের কারণে, ২০২০ সালের মার্চ মাসে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুই দেশের মধ্যে বিমানের মতো ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই করোনার প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসায় শুরু হয়েছে বিমান চলাচল। এবার শুরু হচ্ছে ট্রেন চলাচলও। ভারতের রেলওয়ে বোর্ড নির্দেশিকা জারি করে জানিয়েছে, কলকাতা-ঢাকা Maitree Express ও কলকাতা-খুলনা Bandhan Express আগামী ২৯ তারিখে কলকাতা থেকে চলতে শুরু করবে। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত Mitali Express যাত্রা শুরু করবে ১ জুন থেকে। 

জানা গেছে, এই ট্রেন চলাচল আবার শুরুর উপলক্ষে ভারতে যাচ্ছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি ও ভারতের রেলমন্ত্রী Ashwini Vaishnaw, দিল্লির রেলভবন থেকে, ভার্চুয়াল মাধ্যমে এই রেলযাত্রা সূচনা করবেন। 

আরও জানা গেছে, এই ট্রেন চলাচল শুরু করার বিষয়ে আলোচনায় বসেছিলেন দুই দেশের রেলের আধিকারিকরা। তাঁরাই এই ট্রেন চলাচল শুরু করার জন্য তারিখ ঠিক করেছেন।

রেলওয়ের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (অপারেশনস) সর্দার সাহাদাত আলি বাঙলা কাগজ ও ডনকে জানান, আগের নিয়ম মেনেই দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল করবে। করোনাকালে ট্রেন চলাচল বন্ধ হওয়ার আগে, মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচ দিন এবং বন্ধন এক্সপ্রেস সপ্তাহে দু’দিন চলাচল করতো। 

উল্লেখ করা যেতে পারে, গত বছর মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে মিতালী এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন।

গত বছর পুনরায় চালু হওয়া চিলাহাটি-হলদিবাড়ি রেললিঙ্ক ধরেই চলবে মিতালী এক্সপ্রেস। চিলাহাটি থেকে হলদিবাড়ি যে রুট তা নতুন করে চালু করা হয় ৫৫ বছর পরে। কিন্তু ওই রেলপথ চালু করা হলেও কোভিডের কারণে ট্রেন চলে নি। এবার ওই রুট আবার চালু হচ্ছে। 

জানা গেছে, মিতালী এক্সপ্রেসের ১০টি কামরা হচ্ছে AC। এই ট্রেনটি সপ্তাহে দুদিন চলাচল করবে।

প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে। সেটি মঙ্গলবার ও শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। রোববার ও বুধবার এই ট্রেনটি সকাল ১১টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি ছেড়ে সেদিনই রাত সাড়ে ১০টায় ঢাকা পৌঁছাবে।