২ জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় হিলি সীমান্তে বিজিবি ও পুলিশের রেড অ্যালার্ট
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; শাহিনুর আলম শাহিন, হিলি : ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। বিষয়টি বাঙলার কাগজ ও ডনকে নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান।
চেকপোস্ট ও সীমান্তের অবৈধ পথ দিয়ে জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট থানা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে হিলি চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। কোনোভাবে যেনো জঙ্গিরা পালিয়ে যেতে না পারে, সেজন্য গোটা চেকপোস্ট ও সীমান্ত এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
রোববার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিজেএম আদালত ফটকের সামনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে সহযোগীরা ছিনিয়ে নেয়। এ সময় জঙ্গিরা পুলিশের চোখে স্প্রে দেয় এবং স্প্রে এর মাধ্যমে এলাকা ধোয়ায় ধূসরিত করে। পালিয়ে যাওয়া দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
এ ঘটনার পর দেশজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ পুরস্কার দেওয়া হবে।
হিলি ইমিগ্রেশন সূত্র জানায়, আদালত থেকে পালিয়ে যাওয়া কোনও জঙ্গি যাতে পালিয়ে যেতে না পারে, সে ব্যাপারে সতর্ক অবস্থা জারি করা হয়েছে।যাঁরা ভারত যাচ্ছে, তাঁদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে অনুমতি প্রদান করা হচ্ছে। ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত অফিসারেরা প্রতিটি পাসপোর্ট সতর্কতার সঙ্গে দেখে সীল মেরে ভারত যাওয়ার অনুমতি প্রদান করছেন। সন্দেহভাজন লোকদের বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হচ্ছে।
বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বাঙলার কাগজ ও ডনকে জানান, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দেশব্যাপী রেড এলার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশ আসার পরপরই সীমান্তসহ গোটা ইমিগ্রেশন এলাকায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে। জঙ্গি ধরতে আমরা তৎপর রয়েছি।