২০ জেলায় উদীচীর অনুষ্ঠান : ৬ মাসেও মুক্তি পান নি ঝুমন দাস

২০ জেলায় উদীচীর অনুষ্ঠান : ৬ মাসেও মুক্তি পান নি ঝুমন দাস
ডন প্রতিবেদন : গেলো ছয় মাসেও মুক্তি পান নি সুনামগঞ্জে গ্রেপ্তার ঝুমন দাস। ১৬ মার্চ সুনামগঞ্জের শাল্লায় নিজ বাড়ি থেকে মামুনুল হকের নামে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার মুক্তির দাবিতে ২০ জেলায় প্রতিবাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। জাতীয় জাদুঘরের সামনে উন্মুক্ত মঞ্চে যখন ঝুমন দাসের মুক্তির দাবিতে সাংস্কৃতিক পরিবেশনা চলছে, তার পাশেই ১১ মাসের বাচ্চা কোলে নিয়ে বসেছিলেন স্ত্রী সুইটি রানী। উদীচীর আমন্ত্রণে ঢাকা এসেছেন স্বামীর মুক্তির দাবিতে। গেলো ছয়মাসে সাতবার আদালতে তোলা হলেও মুক্তি মেলে নি ঝুমনের। বলছিলেন, নিজ গ্রাম, নিজ ঘরেই যে নির্যাতনের ঘটনার বর্ণনা। ঝুমন দাসের স্ত্রী সুইটি বলেন, সে খাটের নিচে লুকিয়ে ছিলো। তারা চলেও যাচ্ছিল। এমন সময় কে জেনো পুলিশ দেখিয়ে বলে, এটাই ঝুমনের ঘর। তখন তারা বলে, মালাউনের বাচ্চা, ঘরে থাকলে বের হয় আয়। তারা আমার গলায় ছুড়ি ধরেছে। বলেছে ঘরে যত স্বর্ণ বা টাকা আছে তা তাদের দিয়ে দিতে। ‘আমার ঘরে আমার শাশুড়ির রাখা ৫৮ হাজার টাকা তাদেরকে দিয়ে দিই। পুলিশের সঙ্গেই কয়েক হাজার মানুষ এসেছিলো আমাদের বাড়িতে।’ বুধবার (৮ সেপ্টেম্বর) প্রতিবাদি গানের পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠীর নেতারা। ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা বাতিল করে শিগগিরই ঝুমন দাসের মুক্তির দাবি জানান তারা। উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি। যেদিন কোর্ট বসবে সেদিনই জেনো জুমন দাসের মুক্তি দেওয়া হয়। সে নিরপরাধ।