১৯ নভেম্বর শতাব্দীর বড় চন্দ্রগ্রহণ

১৯ নভেম্বর শতাব্দীর বড় চন্দ্রগ্রহণ
ডন প্রতিবেদন : আগামি ১৯ নভেম্বর হতে চলেছে আরও একটি চন্দ্রগ্রহণ। নাসা জানিয়েছে, এটিই হতে চলেছে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। মধ্যরাতে হবে এই গ্রহণ। পৃথিবীর ছায়ায় ঢাকা থাকবে চাঁদ। তাও ৩ ঘন্টা ২৮ মিনিট। দুই আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে এটি। আর তা ভালো বোঝা যাবে ভোর চারটে নাগাদ। ঘূর্ণায়মান চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের ঠিক মাঝখানে অবস্থান করার কারণে সূর্যকে আংশিক কিংবা সম্পূর্ণরূপেই ঢেকে দেয়, তাঁকেই বলে সূর্যগ্রহণ। অন্যদিকে, প্রদক্ষিণকালে সূর্য ও চাঁদের ঠিক মাঝখানে এসে পড়া পৃথিবীর ছায়ায় চাঁদ আংশিক বা সম্পূর্ণ ঢেকে গেলে চন্দ্রগ্রহণ হয়। নাসা আরও জানাচ্ছে, ১৯ নভেম্বর এই গ্রহণের সময় চাঁদের ৯৭ শতাংশ লাল হয়ে থাকবে। যদিও এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয় বলেই জানিয়েছে নাসা। এতে চাঁদ আংশিকভাবে পৃথিবীর আড়ালে চলে যাবে। পৃথিবীর নানান জায়গা থেকে দেখা গেলেও ঘটনাটি যে উত্তর আমেরিকা থেকে সবচেয়ে ভালো দেখা যাবে, তাও জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। এ তথ্যও দেওয়া হয়, ২০০১ সালের পর এতো বড় গ্রহণ আর হয় নি। অন্যদিকে ২১০০ সাল অবধি হওয়ার কোনও সম্ভাবনাও নেই। সে কারণেই একে শতাব্দীর সবচেয়ে বড় গ্রহণ বলা হচ্ছে।