১৬০ বলে ৩২৩ : ভারতীয় ক্রিকেটার রেকর্ডবুক করলেন এলোমেলো

১৬০ বলে ৩২৩ : ভারতীয় ক্রিকেটার রেকর্ডবুক করলেন এলোমেলো

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ২৫২ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে এই প্রথম দেড়শরও কম বল খেলে কোনও ক্রিকেটার ‘ট্রিপল সেঞ্চুরি’ করলো। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট লিগ রঞ্জি ট্রফিতে দুর্ধর্ষ এক ইনিংস খেলে রেকর্ডবুক এলোমেলো করলেন দেশটির ব্যাটার তন্ময় আগারওয়াল। শুক্রবার (২৬ জানুয়ারি) হায়দরাবাদের হয়ে অরুনাচল প্রদেশের বিপক্ষে ১৬০ বলে ৩২৩ রান করেন তন্ময়।

এদিন মাত্র ১৪৭ বলেই ‘ট্রিপল সেঞ্চুরি’র দেখা পান তিনি। এমন ইনিংস দিয়ে ক্রিকেটে নতুন কিছু রেকর্ড তৈরি করলেন তন্ময়। তাঁর ইনিংসের ওপর ভর করেই ৪৮ ওভারে ১ উইকেটে ৫২৯ রান তুলে দিন শেষ করে হায়দরাবাদ।

উইজডেন অ্যালমানাকের তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেট খেলা হয়েছিলো ১৭৭২ সালে। তারপর গড়িয়ে গেছে ২৫২ বছর। এই ২৫২ বছরে প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে এই প্রথম দেড়শরও কম বল খেলে কোনও ক্রিকেটার ‘ট্রিপল সেঞ্চুরি’ করলো। এর আগে, দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ছিলো মার্কো মারাইসের। ২০১৭ সালে সেই রেকর্ড গড়েছিলেন তিনি।

বিধ্বংসী ইনিংস খেলার পথে ৩৩টি চার ও ২১টি ছক্কা মারেন তন্ময়। প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও এক ইনিংসে এতো বেশি ছক্কা মারতে পারেন নি আর কোনও ব্যাটার। এর আগের রেকর্ডটি ছিলো ইশান কিশানের। রঞ্জি ট্রফির ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় যিনি একদিনে তিনশর বেশি রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও একদিনে এটি সপ্তম সর্বোচ্চ ইনিংস। সময়ের হিসেবে এটি দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি।

তন্ময়ের রেকর্ড শুধু ট্রিপল সেঞ্চুরিতেই আটকে থাকে নি। ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণিতে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিকও এখন তিনি। ১১৯ বলে এদিন দ্বিশতকের দেখা পান তিনি। এর আগে রেকর্ডটি ছিলো সাবেক কোচ রবি শাস্ত্রীর। ১৯৮৫ সালে বারোদার বিপক্ষে ১২৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন শাস্ত্রী। প্রথম শ্রেণির ইতিহাসে সবমিলিয়ে এটি দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরি।