১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে সাড়ে ৩টা

১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে সাড়ে ৩টা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : ব্যাংকের লেনদেন ও অফিস সময়সূচিতে পরিবর্তন আনলো বাংলাদেশ ব্যাংক। সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন এবং ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

সাধারণত ব্যাংকে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন ও ৬টা পর্যন্ত অফিস সময় থাকে। তবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের কারণে ব্যাংকে বর্তমানে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত লেনদেন এবং বিকেল ৫টা পর্যন্ত অফিস খোলা থাকছে।  

সম্প্রতি সরকারি অফিস শুরু ও শেষের সময় ১ ঘণ্টা করে বাড়ানোর পর ব্যাংকগুলোর সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত জানালো বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত কার্যকরের পর ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমবে। বর্তমানে অফিস শুরু ও শেষের সময় এক ঘণ্টা এগোলেও আগের মতোই অফিস সময় ৮ ঘণ্টা এবং লেনদেন সময় ৬ ঘণ্টা বহাল আছে।