হিলি চেকপোস্টে স্ট্রোক করে পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু

হিলি চেকপোস্টে স্ট্রোক করে পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; শাহিনুর আলম শাহিন, হিলি : দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসার সময় স্ট্রোক করে একজন পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ করা ব্যক্তি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মিল রোড এলাকার তাছির উদ্দিনের ছেলে রয়েল ( ৪২)।

হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বাঙলার কাগজ ও ডনকে বলেন, গেলো ২৮ অক্টোবর রয়েল ভ্রমণের উদ্দেশ্যে হিলি চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। আজ সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসার সময় ভারত ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বাংলাদেশে প্রবেশকালে আকস্মিকভাবে স্ট্রোক করে মাটিয়ে লুটিয়ে পড়েন।

‘এ সময় তাঁকে দ্রুত উদ্ধার করে বাংলাদেশ ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. হুমায়ন কবির বাঙলার কাগজ ও ডনকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।