হিলিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

হিলিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; শাহিনুর আলম শাহিন, হিলি : নানান আয়োজনে মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে।

রোববার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি এবং সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় শহিদ স্মৃতিফলকে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেণি ও পেশার সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর সকাল ১০টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে পায়রা উড়িয়ে ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সেখানে বিভিন্ন বাহিনী ও শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ ছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, বিশেষ প্রার্থনা এবং ভালো খাবার পরিবেশনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার মোকলেদা খাতুন, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, ওসি আবু সায়েম মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।