হুমায়ুন আজাদ হত্যা মামলায় ৪ জঙ্গির ফাঁসি।

হুমায়ুন আজাদ হত্যা মামলায় ৪ জঙ্গির ফাঁসি।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ৪ জঙ্গির ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি দেওয়া আসামিরা হলেন- জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শুরা সদস্য মিজানুর রহমান ও আনোয়ার আলম। তারা বর্তমানে কারাগারে আছেন। অপর দুই পলাতক আসামি সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদকেও ফাঁসি দেওয়া হয়েছে। এ ছাড়া আসামি হাফিজ মাহমুদ ক্রসফায়ারে আগেই মারা গেছেন। আজ বুধবার (১৩ এপ্রিল) মামলার এ রায় ঘোষণার আগে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ২৭ মার্চ আদালত এই দিন ধার্য করেন। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরদিন তাঁর ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরেরই ১২ আগস্ট জার্মানিতে মারা যান হুমায়ুন আজাদ। এরপর হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন) সংযুক্ত করার আবেদন জানান। আদালত তা মঞ্জুর করলে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। পরে ২০০৭ সালের ১৪ জানুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ওই বছরই অভিযোগ গঠন করা হয়।