হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ। ৪৮ ঘণ্টার আলটিমেটাম।

হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ। ৪৮ ঘণ্টার আলটিমেটাম।
ডন প্রতিবেদক, বরিশাল : নৌযানসহ সব ধরনের গণপরিবহনে হাফ পাশ, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ সড়কের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এতে প্রায় দুই ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিলো। পরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বেলা সাড়ে ১২টায় সড়ক ছেড়ে যান শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা নৌযানসহ সব ধরনের গণপরিবহনে হাফ পাশ, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং সড়কে নিরাপদে চলাচল নিশ্চিত করার দাবি তোলেন। সমাবেশে বক্তারা বলেন, ধারাবাহিকভাবে সড়কে দুর্ঘটনার নামে ‘হত্যাকাণ্ড’ ঘটানো হচ্ছে। কিন্তু এই সমস্যা সমাধানে কার্যকর কোনও পদক্ষেপ দৃশ্যমান নয়। এ ছাড়া সারাদেশে সব গণপরিবহনে হাফ পাশ শিক্ষার্থীদের অধিকার। এই অধিকার থেকে বরিশালের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। বিক্ষোভকালে সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ শিক্ষার্থীদের রাস্তাটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থীরসঙ্গে পুলিশের কথা কাটাকাটি হলে সড়কটি অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী বাংলা কাগজ এবং ডনকে বলেন, বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে সদর রোড। এখানে যান চলাচল বিঘ্ন ঘটায় আন্দোলনকারীদের জনগণের কথা বিবেচনার অনুরোধ করি আমরা। তবু তাঁরা দীর্ঘ সময় সড়কটি অবরোধ করে রাখে। বিষয়টির ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি সুজয় শুভ বাংলা কাগজ এবং ডনকে বলেন, আমরা আমাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি। কিন্তু পুলিশ নানাভাবে এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিলো। তবে জনগণের কথা বিবেচনা করে আমরা সড়ক থেকে সরে গিয়েছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামা হবে।