সিলেটের রানওয়েতেও বন্যার পানি। ফ্লাইট বন্ধ।
নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; সিলেট : বন্যার পানি রানওয়ে স্পর্শ করায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (১৭ জুন) দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
এদিকে বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই সিলেটসহ হাওর অঞ্চলে দেখা দিয়েছে আবারও ভয়াবহ বন্যা।
সিলেট ও সুনামগঞ্জের প্রায় সবকটি উপজেলা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ।
এ অবস্থায় পানিবন্দিদের উদ্ধারে প্রশাসনের সঙ্গে মাঠে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও।
জানা গেছে, কানাইঘাটসহ সিলেটের সীমান্তবর্তী ৪ উপজেলা থইথই পানিতে তলিয়ে গেছে। উজানের ঢলের সঙ্গে যোগ হওয়া অব্যাহত ভারি বৃষ্টিতে গ্রামের পর গ্রাম ভাসছে।
পানির তীব্র স্রোতে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, প্রধান সড়কসহ গ্রামীণ রাস্তাঘাট, ঘরবাড়ি এবং শিক্ষাপ্রতিষ্ঠান।
এ অবস্থায় আশ্রয়ের খোঁজে শেষ সম্বল হাতে নিয়ে নিজ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বানভাসিরা।