স্বরাষ্ট্রমন্ত্রী : জামায়াত-শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন যে কোনও সময়

স্বরাষ্ট্রমন্ত্রী : জামায়াত-শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন যে কোনও সময়

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে যে কোনও সময় প্রজ্ঞাপন হতে পারে বলেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে নিজকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে। এখনও প্রক্রিয়াধীন। যে কোনও মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে। প্রজ্ঞাপন জারি হবে যে কোনও মুহূর্তেই।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমি এখনও ফাইল পাই নি। আমরা অপেক্ষা করছি। আমরা সকালে একটা মিটিং করেছি। দুপুরে একটা মিটিং করেছি। আমাদের মিটিং ছিলো, ১৫ আগস্ট জাতির পিতার ৪৯তম শাহাদত বার্ষিকী পালন নিয়ে। প্রধানমন্ত্রীর সঙ্গেও জামায়াতকে নিষিদ্ধসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবির আগেই নিষিদ্ধ ছিলো। মুক্তিযুদ্ধের পক্ষ এবং সুশীল মানুষ জামায়াতকে নিষিদ্ধের কথা বলে আসছে। এটা সাধারণ মানুষের দাবি ছিলো। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দলও জামায়াত-শিবির নিষিদ্ধের পরামর্শ দিয়েছিলো। চলমান পরিস্থিতি তৈরি করেছে জামায়াত-শিবির। শিক্ষার্থীদের সামনে রেখে জামায়াত-শিবির ও বিএনপি ধ্বংসাত্মক কাজ করেছে। তাদের বিচারের মুখোমুখি করতেই নিষিদ্ধ করা হচ্ছে।