স্বপ্নের পদ্মা সেতুতে উঠতে মানুষের ঢল।

স্বপ্নের পদ্মা সেতুতে উঠতে মানুষের ঢল।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ শনিবার (১১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ; ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ) বেলা ১২টার দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন করেন। এরপর জাজিরা প্রান্তে স্বপ্নের সেতুর উদ্বোধন করেন তিনি এবং কয়েক লাখ জনতার সামনে ভাষণ দেন। এই সময় পদ্মা সেতুর এই প্রান্তে অর্থাৎ মুন্সীগঞ্জ প্রান্তে সেতু দেখতে তাতে উঠে পড়েন হাজারো মানুষ। কিন্তু প্রধানমন্ত্রী তখনও ফিরে না যাওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদেরকে নামিয়ে দেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বাঙলা কাগজ ও ডনকে বলেন, এই পাড়ে (মুন্সীগঞ্জ) প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ হবার পর উৎসুক মানুষ সেতুতে উঠে পড়েন। কিন্তু জাজিরা প্রান্তে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ না হওয়ায় এবং মানুষের সংখ্যা বাড়তে থাকায় পুলিশ তাঁদের নামিয়ে দেয়।

সকাল ১০টায় হেলিকপ্টারযোগে মুন্সীগঞ্জের দোগাছি পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১ এ পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সমাবেশে অংশ নেন সাড়ে ৩ হাজার সুধীজন। যাঁদের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকেরা।