সংবিধানের বাইরে কিছু করার সুযোগ নেই : ইসি আলমগীর

সংবিধানের বাইরে কিছু করার সুযোগ নেই : ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সংবিধানের বাইরে নির্বাচন কমিশনের (ইসি) কোনও কিছু করার এখতিয়ার নেই বলেই জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের সময় কী ধরনের সরকার থাকবে, সেটা রাজনৈতিক বিষয়, সেটা সংবিধানেও উল্লেখ আছে। এ বিষয়ে ইসির কথা বলার সুযোগ নেই।

সোমবার (১৪ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলমগীর এসব কথা বলেন। 

জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এর কোনও প্রভাব নির্বাচন কমিশনের কাজে পড়ছে কি-না জানতে চাইলে মোহাম্মদ আলমগীর বলেন, এ বিষয়ের সঙ্গে নির্বাচন কমিশনের কাজের কোনও সম্পর্ক নেই। এটা রাজনীতিবিদদের বিষয়। রাজনীতিবিদদের সঙ্গে আলাপ করছেন। ইসি নিজেদের কাজ করছে।