শ্রীপুরে ভাওয়াল এক্সপ্রেস লাইনচ্যুত। ঢাকা-ময়মনসিংহ ট্রেন বন্ধ।

শ্রীপুরে ভাওয়াল এক্সপ্রেস লাইনচ্যুত। ঢাকা-ময়মনসিংহ ট্রেন বন্ধ।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেলস্টেশনে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুন) সকাল পৌঁনে ১০টার দিকে এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রাজেন্দ্রপর স্টেশনের মাস্টার খাইরুল ইসলাম এ তথ্য বাঙলা কাগজ ও ডনকে নিশ্চিত করেছেন। এদিকে, দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে তিনটি ট্রেন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

খাইরুল ইসলাম জানান, ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের পেছনের দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ১ নম্বর লাইন ও মেইন লাইন বন্ধ হয়ে যায়। ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী দল আসছে। উদ্ধার তৎপরতা শুরু হলে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।’

শ্রীপুরের স্টেশন মাস্টার হারুন অর রশিদ বাঙলা কাগজ ও ডনকে বলেন, ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ স্টেশনে, জামাল কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে আটকে পড়েছে। অপরদিকে, মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল গাজীপুর স্টেশনে দাঁড়িয়ে আছে।