শেরপুরে বন্যায় নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার।

শেরপুরে বন্যায় নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর ২ জনের উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ জুন) সকাল ৬টার দিকে পৃথক স্থান থেকে ওই ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন : উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. রকিব বাদশা বাঙলা কাগজ ও ডনকে জানান, শুক্রবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতাবশত বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে শনিবার সকাল ৬টার দিকে ওই এলাকার শেষ প্রান্তে পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা।

অপরদিকে ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাঙলা কাগজ ও ডনকে বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন। আজ শনিবার সকাল ৬টার দিকে বাগেরভিটা এলাকার বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন আত্মীয়স্বজনরা।

এর আগে শুক্রবার দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে বিকেল থেকেই অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিসের কর্মী ও পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তবে রাত আটটা পর্যন্ত নিখোঁজদের খোঁজ না পাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ২ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাঙলা কাগজ ও ডনকে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।