লিটন-লাহিরুকে আইসিসির জরিমানা

লিটন-লাহিরুকে আইসিসির জরিমানা
ডন প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে দুটি ক্যাচ মিস করে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের লিটন দাস। শুধু ম্যাচ হারই না, এরসঙ্গে যোগ হয়েছে আরও একটি দুঃসংবাদ। ম্যাচ চলাকালে তর্কে জড়িয়েছিলেন লিটন দাস ও লাহিরু কুমারা। আচরণ বিধির নিয়ম ভঙ্গ করায় এই দুই ক্রিকেটারকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তর্কাতর্কির ঘটনাটি ঘটে ম্যাচের ৬ষ্ঠ ওভারের পঞ্চম বলে। লাহিরুর বলে তুলে মারতে গিয়ে দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফেরেন ১৬ রান করা লিটন। আউট হয়ে লিটন প্যাভিলিয়নের দিকে যাওয়ার সময় তেড়ে গিয়ে তর্কে জড়ান লাহিরু। সেই সময় অশ্রাব্য ভাষাও ব্যবহার করেন লঙ্কান ক্রিকেটার লাহিরু। এ সময় লাহিরুর দিকে ব্যাট তুলে মারার ইঙ্গিত করেন লিটন। যা আইসিসির আচরণ বিধির পরিপন্থী। এ ঘটনায় দু‌'জনকেই জরিমানা করেছে আইসিসি। আচরণ বিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করায় লাহিরুকে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ ফি কেটে নেওয়ার পাশাপাশি লাহিরুকে ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এদিকে ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী লিটনকে ম্যাচ ফি‌'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। লাহিরুর মতো তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রানের একটা চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল বাংলাদেশ। তবে বাজে বোলিং আর ফিল্ডিংয়ের কারণে শেষ পর্যন্ত হারতে হয়েছে টাইগারদের। লিটন দাস গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ মিস করেন। প্রথমে রাজাপাকসে, পরে আসালাঙ্কা। এই দুজনের দুটি ক্যাচ মিস করেন তিনি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে নানা সমালোচনা হয় তাকে নিয়ে। তবে এমন কঠিন পরিস্থিতিতে লিটনের পাশে আছেন সাবেক ক্রিকেটাররা। আগামী বুধবার (২৭ অক্টোবর) আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের পরবর্তী ম্যাচে মাঠে নামবে টাইগারেরা।