রংপুরে সমাজসেবা কর্মকর্তার ঘুষ দাবির অডিও ফাঁস : তদন্তে সত্যতা পাওয়া গেছে।

রংপুরে সমাজসেবা কর্মকর্তার ঘুষ দাবির অডিও ফাঁস : তদন্তে সত্যতা পাওয়া গেছে।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; রংপুর : রংপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিখা রানী রায়ের বিরুদ্ধে এক ব্যক্তির কাছে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলার তদন্তের জন্য বাদির কাছ থেকে ঘুষ চেয়েছেন ওই কর্মকর্তা। এ-সংক্রান্ত একটি অডিও ফাঁস হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা তদন্তেও ঘটনার সত্যতা মিলেছে।

তদন্তে ঘটনার সত্যতা ও সরকারি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হওয়ার কথা উল্লেখ করে সমাজসেবা অধিদপ্তর রংপুরের উপপরিচালক আবদুল মতিন আজ দুপুরে বাঙলা কাগজ ও ডনকে বলেন, তদন্তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সত্যতা পেয়েছেন তাঁরা। অডিও ক্লিপেও ঘটনার সত্যতা মিলেছে। টাকাগুলো ওই কর্মকর্তার টেবিলে দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি বিষয়টি আদালতকে জানানো হয়েছে। 

‘এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’