রাজশাহীর চারঘাটে ২ শ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২।

রাজশাহীর চারঘাটে ২ শ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২।
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; লিয়াকত হোসেন, রাজশাহী : রাজশাহীর চারঘাট উপজেলার চকপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ শ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি বাঙলা কাগজ ও ডনকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম। জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) রবিউল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় চারঘাট মোক্তারপুর চকপাড়া গ্রামের মৃত রহিমউদ্দিনের ছেলে ‘মাদক সম্রাট’ বাবুর (২৪) বাড়িতে অভিযান চালায়। এ সময় বাবু পালিয়ে গেলেও ওই ঘর থেকে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। এ ঘটনায় চারঘাট মডেল থানায় বাবুকে পলাতক আসামী করে ও মুক্তারপুর চকপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম, চারঘাট হলিদাগাছী হাইস্কুল এলাকার ইউনুস আলীর ছেলে নাহিদ ইসলাম এনামুলকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামী গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।