রাজশাহীতে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি ও স্ত্রীকে সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়রানির অভিযোগ

রাজশাহীতে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি ও স্ত্রীকে সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; লিয়াকত হোসেন, রাজশাহী : একে তো প্রতারক, তার ওপর স্ত্রীর ওপরও করছেন আক্রমণ। এক্ষেত্রে একটি গ্রুপের চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায়ের হীন চেষ্টার পাশাপাশি তাঁর স্ত্রীকেও সামাজিক যোগাযোগের মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। এমন অবস্থায় ওই গ্রুপটির চেয়ারম্যানের স্ত্রী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন থানায়।

জানা গেছে, রাজশাহীতে নিউ টাইমস গ্রুপ থেকে অব্যাহতি নেওয়ার পরও চেয়ারম্যানের কাছে অর্থ দাবি করে প্রতারণার মামলা করে তাঁকে হয়রানি করছেন একই গ্রুপের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আক্তারুজ্জামান প্রিন্স। পাশাপাশি তিনি চেয়ারম্যানের স্ত্রীকে সামাজিক যোগাযোগের মাধ্যমেও হেয় প্রতিপন্ন করছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১ বছর পূর্বে নিউ টাইমস গ্রুপ থেকে কোম্পানির সাবেক সিইও আক্তারুজ্জামান প্রিন্স স্বেচ্ছায় অব্যাহতি নেন। অব্যাহতি নেওয়ার পর থেকে চেয়ারম্যানকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন প্রিন্স। 

গ্রুপ সূত্রে আরও জানা গেছে, রাজশাহীর পুঠিয়া উপজেলার পচামাড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আক্তারুজ্জামান প্রিন্সকে নিউ টাইমস গ্রুপের অধীনের একটি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেখানে চাকরি করার পর প্রিন্সকে নিউ টাইমস গ্রুপের সিইও পদে নিয়োগ দেওয়া হয়।

প্রিন্সকে নিয়োগ দেওয়ার পর ১ বছর ৯ মাস চাকরির বেতন-ভাতা কোম্পানি বিকাশে ও নগদ টাকা দিয়ে পরিশোধ করে। দীর্ঘদিন সিইও পদে থাকাকালীন প্রিন্সের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও গ্রুপের লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণ পেলে গ্রুপের চেয়ারম্যান প্রিন্সকে বিষয়টি অবহিত করেন। তবে প্রিন্স তা অস্বীকার করেন। এমন অবস্থায় অবশেষে নিজ ইচ্ছায় গত বছরের ২ সেপ্টেম্বর প্রিন্স তাঁর ই-মেইল থেকে গ্রুপের চেয়ারম্যানের ই-মেইলে সিইও পদের চাকরি থেকে অব্যাহতিপত্র পাঠান। 

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, তাঁর সঙ্গে গ্রুপের কোনও দেনা-পাওনা নেই। তবে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার এক বছর পর হঠাৎ গত ২৫ সেপ্টেম্বর রাজশাহী জেলা আমলি বোয়ালিয়া আদালতে প্রিন্স বাদি হয়ে গ্রুপটির চেয়ারম্যান রনি রাজ হোসেন ও তাঁর স্ত্রী এবং তাঁর ব্যবসায়িক পার্টনার নুরুল ইসলামকে আসামি করে একটি প্রতারণার মামলা দায়ের করেন। ‘মিথ্যা’ ওই মামলার মাধ্যমে সাড়ে ৩ লাখ টাকা দাবি করা হয়। 

মামলাটি তদন্ত করার জন্য আদালত দায়িত্বভার দিয়েছে পিবিআই, রাজশাহীকে।

এ বিষয় নিউ টাইমস গ্রুপের চেয়ারম্যান রনি রাজ হোসেন বাঙলার কাগজ ও ডনকে বলেন, ‘জীবনে চলার পথে দেনা-পাওনা থাকতে পারে। আমারও আছে। পরিশোধও করেছি যাঁরা টাকা পেতেন আমার কাছে।’

তিনি আরও বলেন, ‘আক্তারুজ্জামান প্রিন্স একটা টাউট প্রকৃতির ছেলে। ১ বছর ৯ মাস চাকরি করে আমার কোম্পানিতে। চাকরি থেকে অব্যাহতি নেওয়ার ১ বছর পর আদালতে মামলা করে আমি ও আমার স্ত্রীসহ ৩ জনের নামে। সে একজন প্রতারক। দুর্বলতার সুযোগ নিয়ে সে আমার কাছে থেকে অর্থ আদায় করার চেষ্টা করছে। সমাজে আমার সুনাম ক্ষুণ্ন করেছে। গণমাধ্যমকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করে আমার সম্মানহানি করছে।’

তিনি আরও বলেন, ‘প্রিন্স আমার স্ত্রীকে মোবাইল ও ফেসবুকে আমার স্ত্রীর বাজে ছবি দিয়ে যৌন হয়রানি করছে। এ ঘটনায় আমার স্ত্রী আরএমপি সাইবার ক্রাইম ইউনিটে এবং বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টির তদন্ত চলছে।’

জানতে চাইলে আক্তারুজ্জামান প্রিন্স বাঙলার কাগজ ও ডনের কাছে দাবি করেন, ‘অনেক দিন আগে রনি স্যারকে বলেছিলাম আমার ও আমার বন্ধু সাব্বিরকে কিছু টাকা দেন। সেই সময় সে টাকা দেই নি। উল্টা আমাকে হুমকি দিয়েছে তাই মামলা করেছি।’

চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে আক্তারুজ্জামান আরও দাবি করেন, ‘চাকরি থেকে অব্যাহতি নিয়েছি। কিন্তু চাকরির বেতন নিবো না, সেটাতো লিখি নি। তাঁর সাথে আদালতেই বোঝাপড়া হবে।’