রাজবাড়ীতে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও অষ্টলীলা কীর্তন শুরু

রাজবাড়ীতে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও অষ্টলীলা কীর্তন শুরু

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; স্বপন বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীতে ৪০ প্রহরব্যাপী (৮ প্রহরে একদিন, ৪০ প্রহরে ৫ দিন) অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) এ কীর্তন শুরু হয়। আয়োজনের শেষ পর্যায়ে ১০ ফেব্রুয়ারি শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন এবং ১১ ফেব্রুয়ারি থাকছে নগরকীর্তনও। শেষদিনে মহা প্রসাদ বিতরণেরও আয়োজন থাকছে। সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের জন্য সর্বদা খাবারের ব্যবস্থা রয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান রাজবাড়ী জেলা শহরের লক্ষীকোল গ্রামের পুরাতন হরিসভা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে। সম্পূর্ণ অনুষ্ঠানজুড়ে ভক্তবৃন্দের আগমন থাকছে চোখে পড়ার মতো।

আয়োজনের মধ্যে সংকীর্তন ও লীলা কীর্তন পরিবেশনায় থাকবে দেশের বিভিন্ন জেলার ১০টি দল। 

অনুষ্ঠানটির আয়োজন করেছে হরিসভা মন্দির কমিটি। এর আয়োজনে সর্বাধিক অক্লান্ত পরিশ্রম করছেন হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার, সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা, সদস্য উজ্জ্বল সরকার, সুব্রত হালদার, সুজন শীল এবং অসীম হালদার।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষয়ের সহযোগিতায় প্রতি বছর এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান হয়।