রাজবাড়ীর নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

রাজবাড়ীর নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; স্বপন বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীতে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জেলা পরিষদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের মাধ্যমে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ২টায় শেষ হয়েছে।

এতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত এ কে এম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুন্ডু (মোটরসাইকেল) পেয়েছেন ১৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী রিটু (আনারস) পেয়েছেন ২৮ ভোট।

বিজয়ের খবরে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী নব-নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এ ছাড়া রাজবাড়ী সদর উপজেলায় আজম আলী মন্ডল অটোরিকশা প্রতীকে ৯৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত  হয়েছেন।

রাজবাড়ীতে মোট ৫টি উপজেলা, ৪২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ভোটার সংখ্যা ৫৯৮ জন। জেলায় ৩ জন চেয়ারম্যান, ১৮ জন সদস্য ও ৭ জন সংরক্ষিত সদস্যসহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।