রাজধানীতে ৩ মিলিমিটার বৃষ্টি।

রাজধানীতে ৩ মিলিমিটার বৃষ্টি।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : বেশ ক’দিন থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার (১৫ জুলাই) বিকেলের বৃষ্টি রাজধানীবাসীকে কিছুটা স্বস্তি দেয়। যদিও আবহাওয়া অফিস বলছে, আরও দু-তিন দিন গরম থাকবে।

শুক্রবার বেলা একটার পরই রাজধানীতে হালকা বৃষ্টির দেখা মেলে। তিনটার পর তা কিছুটা বাড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতেও হয়েছে ২ মিলিমিটার। এই বৃষ্টিতে ক্ষণিক স্বস্তি মিললেও গরম কমতে আরও দু-তিন দিন অপেক্ষা করতে হবে। আগামী রোববার বা সোমবারে বৃষ্টিপাত বাড়তে পারে। তখন গরমের তীব্রতা কমে আসবে।