রাঙামাটিতে ত্রাণ সামগ্রি নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী

রাঙামাটিতে ত্রাণ সামগ্রি নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী
ডন প্রতিবেদক, শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি : রাঙামাটি জেলা শহরের পৌর এলাকার ৮০টি সুবিধাবঞ্চিত উপজাতি ও বাঙালি পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রি বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১৬ আগস্ট) সকালে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ও সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় ভেদভেদি টেনিস কোর্ট মাঠ প্রাঙ্গণে এসব ত্রাণ সামগ্রি বিতরণ করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল এস এম আমিনুল ইসলাম (পিএসসি)। ত্রান সামগ্রি বিতরণকালে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। ‘এরই ধারাবাহিকতায় রাঙামাটি পৌরসভা এলাকার উপজাতি ও বাঙালি সুবিধাবঞ্চিত ৮০টি পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রি বিতরণ করা হয়েছে।’ এ সময় রাঙামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন শাদমানুর রহমান অর্ণব, লে. সাকিফ রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুক্তার হোসেন উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা হিসেবে সকলকে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ৩ কেজি ডাল এবং ১ কেজি করে লবন প্রদান করা হয়েছে।