যুদ্ধ বিষয়ক বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

যুদ্ধ বিষয়ক বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।
ডন প্রতিবেদন : বৈঠকে বসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে তুরস্কে ওই বৈঠক শুরু হয়েছে। ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হামলা শুরুর পর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদেরমধ্যে এটিই প্রথম বৈঠক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৈঠকে অংশ নিতে এর আগে তুরস্কে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাও বৈঠকস্থল তুরস্কের আনাতোলিয়া শহরে পৌঁছেছেন। বিবিসি জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর আহ্বানে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবারের (১০ মার্চ) শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কের ওই শহরে পৌঁছেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এদিকে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিছুক্ষণ আগে সাংবাদিকদের জানিয়েছেন, ‘(উভয় নেতার) বৈঠক শুরু হয়েছে।’ এর আগে বুধবার (৯ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে মারিয়া জাখারোভা জানান, আগামী ১১ থেকে ১৩ মার্চ তুরস্কভিত্তিক পররাষ্ট্রনীতি গবেষণা সংস্থা আনাতোলিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সম্মেলন হবে। সেই সম্মেলনে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তিনি আরও জানান, সম্মেলন শুরুর আগেই উভয় পররাষ্ট্রমন্ত্রীরমধ্যে এই বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুও উপস্থিত থাকার কথা জানিয়েছেন।