যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস

যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : জাতিসংঘে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন গোষ্ঠীর জ্যেষ্ঠ কর্মকর্তা সামি জাহরি।

সোমবার (১০ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়। তবে এই প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ করা হয় নি।

হামাস কর্মকর্তা বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন এবং বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত। তবে ইসরাইল এটি মেনে চলবে কিনা তা যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

তবে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বলেছেন, তার দেশ এই ‘অর্থহীন এবং অন্তহীন’ আলোচনায় জড়িত হবে না, যা হামাসের জন্য উপকারী হতে পারে।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৪শ জন। এরপর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল।