যুদ্ধাপরাধ : বগুড়ার বিএনপির সাংসদ মোমিনের মামলার রায় বুধবার

যুদ্ধাপরাধ : বগুড়ার বিএনপির সাংসদ মোমিনের মামলার রায় বুধবার
ডন প্রতিবেদন : বিএনপির সাবেক সংসদ সদস্য বগুড়ার আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়া হবে বুধবার। প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের পর ৩১ অক্টোবর মামলাটি রায়ের অপেক্ষায় রেখেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (২২ নভেম্বর) বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য বুধবার দিন রাখেন বলে আইনজীবী রেজিয়া সুলতানা চমন জানিয়েছেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন ও চমন; আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান। আসামি আব্দুল মোমিন তালুকদার পলাতক বলেও জানিয়েছেন প্রসিকিউটর আইনজীবী রেজিয়া সুলতানা চমন। বাংলা কাগজ এবং ডনকে তিনি বলেন- হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি ঘটনায় অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। চূড়ান্ত শুনানিতে আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। চারদলীয় জোট সরকারের আমলের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন আব্দুল মোমিন তালুকদার।